১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
এপ্রিল ৮, ২০২১
154
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 
ডেস্ক রিপোর্টঃ যশোরে করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৮টায় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন যশোর জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে উপস্থিত থেকে এ কার্যক্রম শুরু করেন।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, আজ থেকে যশোরে ১২টি কেন্দ্রে ৩৬টি টিম টিকা প্রদানের কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।
প্রথম দিনে জেলার চার হাজার টিকাগ্রহণকারীর মোবাইলে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের ম্যাসেজ গিয়েছে। তারাই আজ টিকা গ্রহণ করবেন। সকল কেন্দ্রে সকাল থেকে সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম শুরু হয়েছে। টিকা গ্রহণকারীরা আগ্রহের সাথে টিকা গ্রহণ করছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, প্রধাম ধাপে যশোরে এক লাখ ১৮ হাজার ৬০জন করোনার টিকা গ্রহণ করেন। তাদের জন্য দ্বিতীয় ডোজের টিকা দেয়া হচ্ছে।
প্রথম চালানে ৭৮ হাজার ডোজ টিকা হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। এ টিকা কার্যক্রম চলার মধ্যে বাকী ডোজের টিকাও হাতে এসে পৌছাবে।
এদিকে দ্বিতীয় ডোজের টিকা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন টিকা গ্রহণকারীরা।
গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram