যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাংসের দোকানের কর্মচারী নিহত
ডেস্ক রিপোর্ট: যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাসুদ রানা (১৮)নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় শহরস্থ কেন্দ্রীয় কারাগার মোড়ে ঢাকা থেকে বেনাপোলগামী মালবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মাসুদ মারা যান বলে জানা গেছে। নিহত মাসুদ রানা জেল রোড পুরাতন ট্যাক্সি স্যান্ড এলাকার বজলুর রহমানের ছেলে।
নিহতের পিতা বজলুর রহমান জানান, তার ছেলে কাঠেরপুল এলাকায় সোহাগের মাংসের দোকানে কাজ করে। প্রতিদিনের মত মাসুদ সকালে বাড়ি থেকে বের হয়ে দোকানে যাচ্ছিল। জেলখানা মোড়ে আসলে ঢাকা থেকে বেনাপোলগামী কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগে। রানা রাস্তার উপরে ছিটকে পড়ে।
স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে দুই বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পুলিশ কাভার ভ্যান আটক করলেও চালক পালিয়ে যাই।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আসিফুর রহমান জানান, সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক দুর্ঘটনায় নিহত রানা নামে এক যুবকের মৃতদেহ জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে হাসপাতালের রেজিস্ট্রার খাতার বহনকৃত মৃত উল্লেখ করে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।