২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে চলছে জন্মাষ্টমীর অনুষ্ঠানমালা

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
আগস্ট ২৬, ২০২৪
13
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 
ডেস্ক রিপোর্টঃ আজ সোমবার সনাতন ধর্ম বিশ্বাসীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথি অর্থাৎ জন্মাষ্টমী। পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ধরাধামে তার আর্বিভাবের দুটি উদ্দেশ্যে ছিল তা হল অন্তর্জগতে মানবাত্যার উন্নতি সাধন ও বাহ্য জগতে মানবসমাজের রাষ্ট্রীয় বা নৈতিক পরিবর্তন সাধন। দ্বাপর যুগের এ লীলাবতারের জন্মতিথি সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
দু'দিনে বিভক্ত হয়ে অষ্টমি তিথি থাকায় এবছর জন্যাষ্টমী আজ এবং আগামীকাল (২৭ আগস্ট) দু'দিনই উদযাপিত হবে।
ধর্মীয় আচার অনুষ্ঠান, মাঙ্গলিক ক্রিয়াদি আর আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশের মতো যশোরে জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। এ তিথিকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই বিভিন্ন বারোয়ারি মন্দির ও বাসা-বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পূজা ও হোমযজ্ঞের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে কির্ত্তণ ও পাঠ অনুষ্ঠান। দু'দিনে বিভক্ত হয়ে অষ্টমি তিথি থাকায় আগামীকাল মঙ্গলবারও অনেক কৃষ্ণভক্ত তাদের ভক্তি অর্ঘ্য অর্পণ করবেন ভগবানের চরণে।
যশোর জেলা পূজা উদযাপন পরিষদ আগেই ঘোষণা দিয়েছিল দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে এবারের অনুষ্ঠানমালায় পরিবর্তন আনা হয়েছে। ধর্মীয় পূজা পাঠ ও আচার বিধির বাইরে এবার অন্যকোনো আয়োজন হবে না। তবে টাউন হল মাঠে ভক্তবৃন্দের সমাবেশ। শত কণ্ঠে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালনের আয়োজন ছিল সংগঠনটির।
তবে রোববার র‍াত থেকে সোমবার সকাল পর্যন্ত অতি ভারি বর্ষণের কারণে অনুষ্টান স্থলে আনা হয় পরিবর্তন। মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে সকল অনুষ্ঠান হয়েছে বেজপাড়া পূজা সমিতি মন্দিরে। দুপরে খাবার বিতরণ হয়েছে নীলগঞ্জ মহাশশ্মশানে।
পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দিপংকর দাস রতনের সভাপতিত্বে বেজপাড়া পূজা সমিতি মন্দিরে আলোচনা পর্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক তপন ঘোষ, সহ সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, যুগা সম্পাদক রতন আচার্য্য, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিন পাল, পৌর শাখার সাধারণ সম্পাদক উৎপল ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন শ্রীকৃষ্ণের আবির্ভাব অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য, সকল অশুভের বিনাশে তার আবির্ভাব সকলের জন্য এক অনন্য প্রেরণা। ঐক্য ও সম্প্রীতির মধ্যে দিয়ে জগতে শান্তি প্রতিষ্ঠা করে সকল অপশক্তি ও অকল্যাণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
এদিকে এদিকে জন্মাষ্টমী উদযাপন করেছে সনাতন বিদ্যার্থী সংসদ যশোর সরকারি এমএম কলেজ শাখা। আলোচনা, কৃষ্ণ পূজা, পুষ্পাঞ্জলী প্রদানসহ নানা আয়োজনের মাধ্যমে কলেজের কলাভবনে আয়োজিক অনুষ্ঠান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে আরো বেশি আনন্দময় করে তোলে সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ। সদস্যদের সংক্ষিপ্ত সমাবেশে আলোচনা অনুষ্ঠান শেষে বেলা ১২ টার পর অনুষ্ঠিত হয় শ্রী কৃষ্ণের পূজা।
দিনটি উপলক্ষে ষষ্টীতলা সর্বজনীন পূজা মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে আলোচনাসভা ও বিশেষ প্রার্থনা সভা হয়েছে।
গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram