যশোর শহরতলী বিরামপুর গ্রামের সাগর ছুরিকাঘাতে খুন

স্টাফ রিপোর্টার,যশোর: যশোরে পৌরসভার ৩নং ওয়াডের কাউন্সিলর মোকসিমুল বারী অপুর বাড়ির
প্রাচিরের পাশে যশোর শহরতলী বিরামপুর গ্রামের সাগর (২৪) নামে এক যুবককে উপর্যপুরী ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। যশোরে ছুরিকাঘাতে খুন
আজ মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় জেলরোডস্ত পৌরওয়ার্ড কাউন্সিলর মোকসিমুল বারী অপুর
বাড়ির প্রাচিরের পাশ থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহত সাগর যশোর শহরতলীর বিরামপুর গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন এস,কে, আবু হানিফ (ঘটক) এর বড় ছেলে।
সাগর ইয়াবা সহ নানা মাদক নেশায় আসক্ত ছিলেন। বাড়ির সাথে সম্পর্ক ভিন্ন ছিলো। নেশার টাকা যোগাতে
মাঝে মাঝে বাড়ি অশান্তির সৃষ্টি করতেন বলে জানা যায়।
সাগরের লাশ দেখতে ইচ্ছুক জনতা ভিড় জমিয়েছে ঘটনাস্থলে যশোরে পৌরসভার ৩নং ওয়াডের কাউন্সিলর মোকসিমুল বারী অপুর বাড়ির প্রাচিরের পাশে।
যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, ধারনা করা হচ্ছে অন্য কোথা থেকে এনে এখানে খুন করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে যে কোন সময়ে এ হত্যকাণ্ড ঘটনা হয়েছে। মনিরুজ্জামানসহ জেলা গোয়েন্দা শাখার একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছে।
আইন প্রয়োগকারী সংস্থার একাধিক টিম এ ব্যাপারে মাঠে নেমেছে।
এ ব্যাপারে কাউন্সিলর অপু জানান, সকালে পাশের ঔষুধের দোকানী তাকে ফোন করে জানায় তার বাড়ির পাশে একটি যুবকের লাশ পড়ে আছে। তার বুকে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। পরনে জিন্স প্যান্ট, গায়ে পুরনো কালো জামা রয়েছে।
সকাল সাড়ে ৯ টায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ক্রাইম সিন স্পেশাল টিম হত্যা ঘটনা স্থান পরিদর্শন করেছে। প্রযুক্তি নিয়ে মাঠে নেমেছে ক্রাইম সিন স্পেশাল টিম।
আরো পড়ুন:
লােহাগড়ায় তুলার কারখানায় অগ্নিকান্ড , ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
নড়াইলে হাসপাতাল নির্মাণে বাঁধা এলাকায় উত্তেজনা
সুন্দরবনে গরানের পারমিট বন্ধ থাকায় হাজার হাজার বাওয়ালী চরম বিপাকে
৫ টি বিশেষ দিবসকে টার্গেট করে গদখালীর ফুল চাষীরা এখন মহাব্যস্ত
নুরুল হক নুর ও জোনায়েদ সাকি’র নেতৃত্বে নতুন জোট আসছে
যশোরের বেনাপোলে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক
পাবজি গেমের নেশায় আসক্ত হয়ে ধ্বংস হচ্ছে যুব সমাজ
শার্শার বাজারগুলোতে শীতকালীন সবজির দাম নিম্নমুখী
বাংলাদেশ সেনাবাহিনীতে এসএসসি পাসে চাকরি
আকিজ গ্রুপে ৫৮ জনের চাকরির সুযোগ
যশোরে ছুরিকাঘাতে খুন যশোরে ছুরিকাঘাতে খুন