যশোরের ইনায়েতপুরে মাদক কারবারীদের ছুরিকাঘাতে দু’ভাই জখম
জেলা প্রতিনিধি যশোর : যশোরে মাদক কারবারিদের হামলায় দু’ভাই জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন >>লোহাগড়ায় বালু জাহাজের শ্রমিক হত্যা
তারা হলো, সদর উপজেলার ইনায়েতপুর গ্রামের আব্দুল গণির ছেলে আলমগীর হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (৩০)।
আরও পড়ুন >>যশোর শহরকে ডিজিটাল ও মডেল পৌরসভা গড়তে দলীয় প্রার্থী হতে চান সোনালী
আহত আলমগীর জানান, একই গ্রামের আব্দুল সালেকের ছেলে ১৩ মামলার আসামী মহিদুল গ্রামে ইয়াবার ব্যবসা করে। প্রায়দিন সন্ধ্যায় তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে মাদক বিকিকিনি করে মহিদুল সিন্ডিকেট।
গত মঙ্গলবার (১৯ জানুয়ারী) রাতে মহিদুল তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ইয়াবা বিক্রি করছিলেন। এ সময় তিনি বাধাদিলে দু’জনের মধ্যে বিরোধ হয়।
আরও পড়ুন >>পাইকগাছায় আবারও ১ একর সরকারি জায়গা উদ্ধার
তারই জের ধরে বুধবার (২০ জানুয়ারী) সকালে মহিদুলসহ সাত-আট জন তাদের বাড়িতে হামলাকরে তাকে ছুরকিাঘাতে জখম করে।
আরও পড়ুন >>নড়াইল পৌর নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে করতে মাশরাফীর আহবান
পরে তার ভাই মাহবুবুর বাধাদিতে এলে হামলাকারীরা তাকেউ ছুরিকাঘাতে জখম করে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস্ জানান, দু’ভাইয়ের বুকে ও পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।