২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে বন্ধুর ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ২১, ২০২১
145
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 
স্টাফ রিপোর্টা,  যশোরঃ যশোরে ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন যশোর সদর উপজেলর ইছালী ইউনিয়নের ইনায়েতপুর গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রাকিব (১৬) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থী খুন হয়েছে।
সে ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের স্বজন সূত্র জানায়, গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে রাকিবুলের সাথে তার বন্ধু সোহানের বিরোধ চলে আসছিলো।
যশোরে ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন
রোবাবার রাত সাড়ে সাত টার দিকে রাকিবুল বাড়ির সামনে বসে মোবাইলে গেইম খেলছিলো। এ সময় সোহান তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন জানান, রাকিবুলের পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। মৃত্যুর কারণ অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
রাতে এ রিপোর্ট লেথা পর্যন্ত পুলিশ সোহানকে আটক করতে পারেনি।
কোতয়ালী  থানার ওসি তাজুল ইসলাম  জানান,নিহতের পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি।অভিযোগ  দিলে মামলা গ্রহন করা হবে।
গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram