যশোরে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্টঃ
যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার রাত সাড়ে সাতটায় প্রেস ক্লাব যশোরের অডিটোরিয়ামে এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।
যশোরের ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটারদের আয়োজনে এ টুর্নামেন্ট হবে। আয়োজকরা জানান, টুর্নামেন্ট মাঠে গড়ানোর জন্য সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে জুন মাসের প্রথম সপ্তাহে। টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক ক্রিকেট, খেলোয়াড়দের মাঠে রাখা ও ক্রীড়ামোদী দর্শকদের মাঠমূখী করা। টুর্নামেন্ট উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের জন্য আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় আবারও সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার খান মোহাম্মদ শফিক রতন, কাজী মশিউর রহমান রন্টু, ক্রীড়া সংগঠক আসাদুজামান মিঠু, মাহাতাব নাসির পলাশ, এ এফ এম মঈনউদ্দীন রোম, বিসিবির জেলা প্রশিক্ষক প্রশিক্ষক আজিমুল হক, ক্রিকেট প্রশিক্ষক আসাদুল্লাহ খান বিপ্লব, কাজী শাহাদাত শাহারিয়ার পলাশ, সাবেক ক্রিকেটার মনিরুল হুদা খান মনি, ক্রীড়া সংগঠক এজাজ আহমেদ টিপু প্রমুখ।