১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ১৭, ২০২১
117
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 
 যশোর  সদর প্রতিনিধিঃ যশোরে জাতির জনকের সর্ববৃহৎ ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান।
যশোরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত
এরপর জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার, সিভিল সার্জন শেখ আবু শাহীন, জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা ওহিদুল আলম, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ, স্কুল কলেজের শিক্ষাক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।
পরে জেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন নামে একটি বেসরকারী সংস্থার আয়োজনে শ্রমে নিয়োজিত শিশুদের সমন্বয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয় জেলা প্রশাসকের সভাকক্ষে।
একই সাথে শিশুশ্রম ছেড়ে যারা স্কুলে ভর্তি হয়েছে তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।
এরআগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে কেক কাটেন জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান। পরে ওইসব শিশুদের মাঝে সুরক্ষা ব্যাগ বিতরণ করা হয়।
গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram