স্টাফ রিপোর্টারঃ যশোর সদর উপজেলার চাঁদপাড়া এলাকা থেকে ১১ বছরের নাবালিকা ধর্ষণের অভিযোগে এক ধর্ষককে আটক করেছে র্যাব-৬ যশোর।
আজ বুধবার (০১ মার্চ) গভীর রাতে র্যাব-৬ এর একটি চৌকস দল চাঁদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ধর্ষক মোঃ রাশেদ হোসেন (২২)যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা সুবহান মন্ডলের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে।
ধর্ষক রাশেদ হোসেনকে যশোর কোতোয়ালি মডেল থানার নিকট হস্তান্তর করা হয়েছে।
