৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে নার্সদের টানা ৫ ঘন্টার কর্মবিরতি কাল

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
অক্টোবর ১, ২০২৪
10
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেস্ক রিপোর্ট: যশোর নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ১ দফা দাবিতে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টানা ৫ ঘন্টা কর্মবিরতি পালন করবেন তারা।

গতকাল মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনালের হাসপাতালের প্রশাসনিক ভবন চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের ১ দফা দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। নার্সিং সংস্কার পরিষদ, যশোর জেলা শাখার সমন্বয়ক মোসাঃ সালমা খাতুনের সভাপতিত্বে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ র্নাস তহমিনা খাতুন, নার্সিং ইন্সট্রাক্টর আর্জিনা খাতুন, ইন্সট্রাক্টর জান্নাত আরাসহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং শিক্ষক বৃন্দ।

যশোর জেলা নার্সিং সংস্কার পরিষদের আহ্বায়ক সালমা খানম জানিয়েছেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক তারা কর্মসূচি পালন করছেন। এর মধ্যে প্রতীকি কর্মবিরতি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন তারা। বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টানা ৫ ঘন্টা কর্মবিরতির কর্মসূচিও তাদের রয়েছে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram