যশোরে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় হেলপারসহ নিহত ২

ডেস্ক রিপোর্টঃ
যশোরের মনিরামপুরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় এক পথচারীসহ দুই জন নিহত হয়েছেন।
সোমবার (১০ জুন) সকাল সাড়ে ১০ টায় যশোর- চুকনগর মহাসড়ের বাধাঘাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাধাঁঘাটা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান (৭০) এবং দূর্ঘটনা কবলিত ওই ট্রাকের হেলপার। নিহতের হেলপারের পরিচয় এখনো জানান যায়নি।
স্থানীয় বাসিন্দা, আব্দুল্লাহ মামুন জানান, সকাল সাড়ে ৭টার দিকে যশোর থেকে চুকনগর যাচ্ছিল একটি পানির ট্যাংকি ভর্তি ট্রাক। মনিরামপুরের বাধাঁঘাটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বেপারী রাইস মিলের গেটের পাশে দালান ঘর ও বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান সড়কের পাশে বসে গল্প করছিলেন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকেও চাপা দেয়। ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে হেলপার এবং আব্দুর রহমান মারা যায়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুন ঢাকা পোস্টকে বলেন, 'মনিরামপুরের বাঁধাঘাটা এলাকার সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গিয়েছে। অপর একজন হেলপারের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।'