যশোরে নৌকা প্রার্থীর মনোনয়নপত্র জমা ও প্রচার মিছিল

স্টাফ রিপোর্টার, যশোর: যশোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী) দলীয় নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীরের কাছে নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন। জমা দেয়ার পর বিশাল প্রচার মিছিল বের হয়।
আরও পড়ুন>>>যশোরে রাসেল হত্যা মামলার দুই আসামির আদালতে আত্মসমর্পণ
যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা নির্বাচন অফিসে যান। এ সময় নৌকার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খান পালাশ ছাড়াও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখেন মজুমদার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হুমায়ন কবির কবু, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, সাবেক ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খন্দকার মারুফ হুসাইন ইকবাল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, শহর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রেযোয়ান হোসেন মিথুন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কায়েস আহমেদ রিমু, যবিপ্রবির শহীদ মশিয়ূর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি বিপ্লব দে শান্ত, শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সভাপতি শিলা আক্তার, ছাত্রলীগনেতা রাফায়েত রিওনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন>>>নৌকার বিপক্ষে কাজ করায় দু’আওয়ামী লীগ নেতা বহিস্কার
মনোনয়নপত্র জমা দেয়ার পর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে শহরে বিশাল প্রচার মিছিল বের হয়।