যশোর পৌরসভায় নৌকার মাঝি হায়দার গনি খাঁন পলাশ
মোয়াজ্জেম হোসেন,যশোর: আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খাঁন পলাশ। ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করা যশোর শহরের ঘোপ এলাকার স্থায়ী বাসিন্দা পলাশ বর্তমানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন>>>টাঙ্গাইলের ভুঞাপুরে চার ভোটারের কব্জি-আঙুল কেটে ফেলল প্রতিপক্ষ
আজ শনিবার (৩০ জানুয়ারী ) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা থেকে তাকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়।
আরও পড়ুন>>>প্রেমিক ছাড়া কলেজে ঢোকা নিষেধ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে!
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন>>>ঝালকাঠির নলছিটি পৌরসভায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৯ জানুয়ারি যশোর পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। তফসিল অনুয়ায়ী যশোর পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২ ফেব্রুয়ারি, ৪ ফেব্রুয়ারি বাছাই , মনোনয়নপত্র প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি।