১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পিকেএসের দিনব্যাপি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ২৫, ২০২১
110
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরে পিকেএসের দিনব্যাপি চক্ষু ক্যাম্প
| ছবি : যশোরে পিকেএসের দিনব্যাপি চক্ষু ক্যাম্প

 সদর প্রতিনিধি,যশোরঃ স্বাধীনতার সুবর্ণর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোর পরিবার কল্যাণ সমিতি (পিকেএস)-এর আয়োজনে ফেড হলুসের আর্থিক সহায়তায় দিনব্যাপি বিনামূল্যে চক্ষু ক্যাম্প সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন>>>বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শিশু রাইসা হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন

বৃহস্পতিবার (২৫ মার্চ) সংগঠনটির শহরের চাঁচড়া ডালমিল সংলগ্ন প্রধান কার্যালয়ের সামনে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। আয়োজক সংগঠনটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফর সাদিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিকেএসের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তরফদার, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও পিকেএসের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, কোষাধ্যক্ষ মাহাফুজুল হক মারুফ, মেডিকেল অফিসার ডা. নাফিসা সাদাফ নিলয়, সদস্য আতিয়ার রসুল ও সদস্য অ্যাডভোকেট মাহাবুবুর রহমান।

আরও পড়ুন>>>বানারীপাড়ায় ২৫ মার্চ গণহত্যা  দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত

ক্যাম্প থেকে বিনামূল্যে ২১০ জনের চক্ষু পরীক্ষা হয়। তার মধ্যে থেকে ৪৫ জনের চোখে ছানি নির্ণিত হয়। এসব রোগীদের বিনামূল্যে অপারেশনসহ যাবতীয় সেবা পরবর্তীতে দেয়া হবে। শুধু চক্ষু নয় এখান থেকে প্রতিনিয়ত এইডস ও সাধারণ রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

আরও পড়ুন>>>বাগেরহাট মোল্লারহাটে ইয়াবা বিক্রেতা আটক

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram