যশোরের দুস্থ মানুষের উষ্ণতা দিতে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার আশরাফ
![যশোরে-পুলিশ-কম্বল-বিতরণ](https://www.shadhinkantho.com/wp-content/uploads/2021/01/Capture-56.jpg)
মোয়াজ্জেম হোসেন, যশোর: দুস্থ মানুষের উষ্ণতা দিতে নাভানা গ্রুপের সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা পুলিশ যশোর।
রোববার (২৪ জানুয়ারী ) সকালে যশোর শহরের আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে ১হাজার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে যশোর জেলা পুলিশ।
যশোরে পুলিশ সুপার আশরাফ হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাভানা গুরুপের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি ও আফজাল নাজিম,
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অপূ সরোয়ার সহ জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।
আরও পড়ুন>>>
যুগান্তর যশোরের সাবেক ব্যুরো প্রধান সাংবাদিক কিরণ সাহা’র সপ্তম মৃত্যুবার্ষিকী
ময়মনসিংহে সাংবাদিক নির্যাতনের ঘটনায় প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত
পৌরসভা নির্বাচন॥ হলফ নামায় ব্যয়ের অঙ্গিকার মানছেন না প্রার্থীরা