যশোরের দুস্থ মানুষের উষ্ণতা দিতে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার আশরাফ
মোয়াজ্জেম হোসেন, যশোর: দুস্থ মানুষের উষ্ণতা দিতে নাভানা গ্রুপের সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা পুলিশ যশোর।
রোববার (২৪ জানুয়ারী ) সকালে যশোর শহরের আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে ১হাজার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে যশোর জেলা পুলিশ।
যশোরে পুলিশ সুপার আশরাফ হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাভানা গুরুপের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি ও আফজাল নাজিম,
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অপূ সরোয়ার সহ জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।
আরও পড়ুন>>>
যুগান্তর যশোরের সাবেক ব্যুরো প্রধান সাংবাদিক কিরণ সাহা’র সপ্তম মৃত্যুবার্ষিকী
ময়মনসিংহে সাংবাদিক নির্যাতনের ঘটনায় প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত
পৌরসভা নির্বাচন॥ হলফ নামায় ব্যয়ের অঙ্গিকার মানছেন না প্রার্থীরা
Hi there, just became aware of your blog through
Google, and found that it's really informative. I’m going to watch out for brussels.
I’ll be grateful if you continue this in future.
Lots of people will be benefited from your writing.
Cheers!