যশোরে আবার শুরু হয়েছে পুলিশ পরিচয়ে ছিনতাই
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
এপ্রিল ৮, ২০২১
128
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টারঃ যশোর শহরে প্রায় দুবছর বিরতির পর আবার শুরু হয়েছে পুলিশ পরিচয়ে ছিনতাই।
বৃহস্পতবার ( ৮এপ্রিল) দুপুরে বিমান অফিস মোড়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন শহরের ঘোপ এলাকার রাশেদ নামে এক যুবক।
আরও পড়ুন>>>বিউটি পার্লারের অন্তরালে অবৈধ ব্যবসার অভিযোগ
রাশেদ ঘোপ নওয়াপাড়া রোডের মৃত আব্দুর রশিদের ছেলে।
রাশেদ জানান, দুপুরে তিনি পুলিশ লাইন এলাকার এক আত্নীয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফররার পথে বিমান অফিস মোড়ে পৌছালে মোটরসাইকেলে দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার কাছে থাকা মোবাইল ফোন ও পকেট থেকে টাকা পয়সা কেড়ে নেয়।
রাশেদ জানান, ছিনতাই কারি ওই দুযুবকের হাতে লাঠি ও পুলিশের হ্যান্ডকাপ ছিল।
এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ গত দুবছর আগে যশোর শহরে পুলিশ পরিচয়ে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটলেও তার কোন কুল কিনারা হয়নি।
গরম খবর