১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে পূজা মন্ডপ পরিদর্শনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
সেপ্টেম্বর ২৩, ২০২৪
37
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেস্ক রিপোর্টঃ যশোর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীরা। সোমবার সকাল তারা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা শাখার নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়, প্রতিমা প্রস্তুতকরণ কার্যক্রম পরিদর্শন এবং বিভিন্ন পূজা মন্ডপে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা জানান, বিভিন্ন পূজা মন্ডপে নিরাপত্তার কিছু ঘাটতি রয়েছে। পূজা মন্ডপগুলোতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরারও ঘাটতি রয়েছে বলে জানান তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম প্রতিনিধিদের নেতৃত্বে শিক্ষার্থীদের কয়েকটি দল পৃথকভাবে এ পূজা মন্ডপগুলো পরিদর্শনে বের হয়।

এ সময় তারা যশোর শহরের বেজপাড়া পূজা মন্ডপ, বয়েস ক্লাব পূজা মন্ডপ, নিউবেজপাড়া, বৈঠকখানা বেজপাড়া, সুধীর বাবুর কাঠগোলা, চাঁচড়া সুন্দরী মন্দির, চাঁচড়া শিব মন্দির প্রায় দশ থেকে বারোটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
শিক্ষার্থীদের সাথে পূজা মন্ডপ পরিদর্শনকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি বলেন, ‘এবার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করেছি তাদের আন্তরিকতার কোন ঘাটতি নেই। তবে আমাদের কিছু নিরাপত্তা জনিত সংকট রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, আমরাও পূজা মন্ডপগুলোতে হিন্দু মুসলমান মিলিয়ে একটা নিরাপত্তা বলয় তৈরি করে প্রশাসনকে একটি ফরম্যাট দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা নেই। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মন্দির মন্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আনার জন্য। একইসাথে যারা সচেতন ব্যাক্তিবর্গ আছেন তাদের নিকটও আমাদের অনুরোধ থাকবে যেন তারা আমাদের সিসিটিভি ক্যামেরা বিষয়টি নজরে নিয়ে স্বউদ্যোগে ব্যবস্থা করে দেন। শারদীয় দুর্গাপূজার পূজার অংশটা হিন্দুদের, কিন্তু আমরা বিশ্বাস করি এই উৎসবটি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবার। আমরা বাঙালীরা সমানভাবে উৎসাহ নিয়ে সাড়ম্বরে এ উৎসব পালন করব। এ বছর যশোর জেলায় ৮টি উপজেলায় মোট ৬৫৬টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ‘বেজপাড়া সর্বজনীন পূজা মন্দির যশোরের কেন্দ্রীয় মন্দির বলে পরিচিত। এখানে চারটি সিসি ক্যামেরা আছে তার মধ্যে ২ টি নষ্ট। এছাড়া বয়েজক্লাব পূজা মন্ডপে সিসি ক্যামেরা নেই। কয়েকটা পূজা মন্ডপে একেবারে ভেতরে সিসি ক্যামেরা থাকলেও বাহিরে বা গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা নেই। সব মিলিয়ে আমরা সিসি ক্যামেরা ঘাটতি লক্ষ্য করতে পারছি।’

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram