১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ সহ আটক-১

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
সেপ্টেম্বর ২৪, ২০২৪
12
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেস্ক রিপোর্ট: ভারতে পাচারকালে যশোরের বেনাপোলে ৪.৫৫৭ কেজি ওজনের ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকার ১৯পিছ স্বর্ণের বার সহ একজন পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ( বিজিবি) সদস্য। মঙ্গলবার দুপুর ১ টার সময় বেনাপোল পোর্ট থানার আমড়াখালী নামক বিজিবি চেকপোষ্টে এ স্বর্ণের চালানটি আটক হয়। এসময় স্বর্ণ বহনকারী মাহফুজ মোল্যা (২৬) নামে এক যুবক আটক হয়।

স্বর্ণ পাচারকারী মাহফুজ মোল্যা নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্লার ছেলে।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকি জানান, বেনাপোল কোম্পানি সদর ক্যাম্পের বিজিবি টহল দলের সদস্যরা একটি বাসে অভিযান চালিয়ে মাহফুজ নামে একজনকে তল্লাশি করলে তার কোমরে থাকা একটি কালো ব্যাগে ৪.৫৫৭ কেজি ওজনের ১৯ টি স্বর্নের বার উদ্ধার করে। এছাড়া তার নিকট থেকে আরো তিনটি মোবাইল ফোনও জব্দ করে। আটককৃতকে সোনার বার ও মোবাইল ফোনসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram