যশোরের শার্শায় ৬০ বোতল ফেন্সিডিল সহ দুই যুবক আটক
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ৭, ২০২১
133
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
নয়ন হালদার (যশোর) বেনাপোল : যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযানে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও দুইটি পুরাতন বাইসাইকেল সহ দুই যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।
আটক আসামীরা হলো শার্শা থানাধীন পাঁচ ভুলট গ্রামের মৃত আতাউল হক এর ছেলে মোঃ আশানুর হোসেন (২৬) ও একই এলাকার মোঃ ফজের আলী শেখ এর ছেলে মোঃ আলমগীর হোসেন (২১)।
পুলিশ জানায় (৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ আকবার হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেতাই গ্রামস্থ সাতমাইল টু গোগা রোডে জোড়া ব্রীজের গোগা অভিমূখে প্রথম ব্রীজের উপরে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল, দু’টি পুরাতন বাইসাইকেল সহ আশানুর ও আলমগীর নামে দুইজনকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বদরুল আলম খান উপরোক্ত বিষয়ে নিশ্চিত করে বলেন, ফেন্সিডিল ও দুইটি বাইসাইকেল সহ দুই জনকে আটক করা হয়েছে।
আটকৃত আসামীদের বিরূদ্ধে শার্শা থানায় মাদক আইনে মামলার মাধ্যমে যশোর আদালতে প্রেরন করা হয়েছে।
গরম খবর