যশোরে ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ১৬, ২০২১
129
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
যশোর সদর প্রতিনিধি : যশোর শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় পারভেজ (২৭) নামে এক যুবককে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন >>>স্বাধীনতার ৫০ বছরেও হাসপাতাল হয়নি দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলে
তিনি যশোর সদর উপজেলার বাহাদুরপুর হটাৎপাড়ার তোতা মিয়ার ছেলে।
পারভেজের খালা রওশন আরা জানান, স্থানীয়দের দেয়া সংবাদ পেয়ে, তিনি হাসপাতালে গিয়ে পারভেজের মরদেহ দেখতে পান। মুখ বাঁধা তিনজন এসে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় বলে তিনি জানান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম আব্দুর রশিদ বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
কোতয়ালি থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, পারভেজ নামে এক যুবক খুন হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা এখন বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। নিহত পারভেজ ভ্যানে করে বিভিন্ন মালামাল ফেরি করে বিক্রি করতেন বলে জানান।
গরম খবর