১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

গভীর শ্রদ্ধা ভালোবাসায় বর্ষীয়ান রাজনীতিবীদ টিটোর জানাজা সম্পন্ন

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ১১, ২০২১
160
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরে-বর্ষীয়ান রাজনীতিবীদ-টিটোর-জানাজা
গভীর শ্রদ্ধা ভালোবাসায় বর্ষীয়ান রাজনীতিবীদ টিটোর জানাজা সম্পন্ন | ছবি : যশোরে-বর্ষীয়ান রাজনীতিবীদ-টিটোর-জানাজা

মোয়াজ্জেম হোসেন, যশোর : দেশের বর্ষীয়ান রাজনীতিবীদ সাবেক প্রতিমন্ত্রী, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর নামাজে জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

আজ সোমবার ( ১১ জানুয়ারী )জোহরের নামাজের পর যশোর কেন্দ্রীয় ঈদগাহে তার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
নামাজে জানাজার আগে কেন্দ্রীয় ঈদগাহে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন।

মরহুমের কফিনে যশোরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।

জানাজায় যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আলম চঞ্চল, ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এটিএম এনামুল হক, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, বিএনপির খুলনা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক মেয়র কামরুজ্জামান চুন্নু, নগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মারুফুল ইসলাম, জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম শরফু,
চেম্বার যশোরের সাবেক সভাপতি মিজানুর রহমান খান সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

জানাজাশেষে তাকে শহরের কারবালা গোরস্তানে দাফন করা হয়।
সাবেক এমপি খালেদুর রহমান টিটোর (৭৬) সোমবার ইন্তেকাল করেন। ফুসফুসে ইনফেকশনজনিত কারণে চারদিন আগে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল রবিবার সকাল ১০টার দিকে অবস্থার অবনতিতে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়।

খালেদুর রহমান টিটো ১৯৪৫ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram