এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শা থানাধীন নাভারণ-সাতক্ষীরা মোড় হতে যাত্রীবাহী বাস তল্লাশি করে ৭ হাজার ৪শ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
যশোর (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল, বিজিবিএমএস,জি+ জানান, দীর্ঘদিন যাবত মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে আমড়াখালী চেকপোস্টে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে, অদ্য (২৬ফেব্রুয়ারি) রবিবার সকাল সাড়ে ৯টার সময় মেজর মোঃ সেলিমুদ্দোজা এর তত্ত্বাবধানে ও সুবেদার মোঃ আহাদ আলী এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টের একটি বিশেষ টহলদল যশোর জেলার শার্শা থানাধীন নাভারণ-সাতক্ষীরা মোড়ে অবস্থান করে। সাতক্ষিরা হতে
যশোরগামী বাবলু পরিবহনের একটি (যার নম্বর খুলনা মেট্রো জ-১১-০১২৪) বাস তল্লাশি করে বাসের ভিতর থেকে ৭৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিজিবি‘র উপস্থিতি বুঝতে পেয়ে বাসটি ঘটনাস্থলে আসার আগেই ব্যাগটি রেখে মাদক চোরাকারবারি লোকটি নেমে যায়।
আটককৃত ইয়াবা ট্যাবলেট ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
