যশোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

যশোরে-বুদ্ধিজীবী-দিবস-পালন

যশোর,জেলা প্রতিনিধি: যশোরে যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, দোয়া ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

           বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে
এ সময় শিক্ষকরা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। তবেই স্বাধীনতার সার্থকতা আসবে। বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।

সরকারি এম এম কলেজে ভার্চুয়াল পদ্ধতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কওসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক শামসুর রহমান শাহীন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক ড. খ.ম রেজাউল করীম, অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক মহিউদ্দিন ও বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আহসান মোহাম্মদ ইকরামুল কবীর।

সরকারি মহিলা কলেজে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ। অনুষ্ঠানের আহবায়ক বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বেতে ভার্চুয়াল পদ্ধিতে আলোচনায় অংশ নেন শিক্ষার্থী দিবা নওশিন।

সরকারি সিটি কলেজে আলোচনা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান প্রধান। শিক্ষক পরিষদের সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর কার্তিক চন্দ্র দে।

ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, সহকারি অধ্যাপক ড. ওয়াহেদুল ইসলাম, শাহানাজ বেগম ও ড. তপন কুমার গঙ্গুলী।

শিক্ষাবোর্ড স্কুল অন্ড কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ লে.ক. গোলাম মোস্তফা। উপাধ্যক্ষ কল্যাণ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। বক্তব্য রাখেন প্রভাষক গোলাম রসুল। এতে ৯ শিক্ষার্থীকে রচনা প্রতিযোগিতার পুরস্কার দেয়া হয়।

এবিসিডি ডিগ্রি কলেজে অধ্যক্ষ রেজাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন সহকারি অধ্যাপক শামসুল আলম, অহিদুল ইসলাম, মনিরুল ইকবাল ও প্রভাষক আব্দুল মজিদ। দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক রেজাউল করীম।

এস এম হাবিবুর রহমান পৌর ডিগ্রি কলেজে অধ্যক্ষ মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক সাহিদুর রহমান, কামরুজ্জামান মিল্টন, আলমগীর হোসেন, খায়রুল আলম, তাজুল ইসলাম তিতাস, শফিকুল ইসলাম ও আবু হানযালা। দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক অমেদুল ইসলাম।

এছাড়া আলহেরা কলেজ, নতুনহাট পাবলিক কলেজ, উপশহর ডিগ্রি কলেজ, উপশহর মহিলা কলেজ, জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়ে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here