১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরের শার্শায় ৬১তম ছাগল চুরি, মটরসাইকেল সহ দুই চোর আটক

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ১৭, ২০২১
144
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরে মটরসাইকেলে ছাগল চুরি
| ছবি : যশোরে মটরসাইকেলে ছাগল চুরি

নয়ন হালদার বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার রামপুর গ্রামে উচ্চগতিসম্পন্ন মোটরসাইকেল ব্যবহার করে অভিনব কায়দায় ছাগল চুরির ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার রামপুর গ্রাম থেকে চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজনের নজরে পড়লে নয়ন ও পাপ্পা নামের দুই চোরকে জামতলা বাজারের লোকজন আটক করে।

আরও পড়ুন>>>সিলেট চৌহাট্টায় সিটি কর্পোরেশনের শ্রমিকদের সাথে সংঘর্ষ

আটকৃত ছাগল চোর নয়ন (২২) সে কাগজ পুকুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও পাপ্পা (২৪ কাগজ পুকুর কাগমারী গ্রামের বাবু হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে চুরির উদ্দেশ্যে শার্শার রামপুর বাজারের রাস্তার পাশে এক বাড়ির থেকে একটি খাসি ছাগল মটরসাইকেলে তোলার সময় একজন চোরকে দেখতে পেয়ে ধাওয়া করলে চোর পালাতে সক্ষম হয়।কিন্তু চোর ধরার কোন রকম চেষ্টার কমতি না রেখে সে বুদ্ধি খাঁটিয়ে বিভিন্ন স্থানে ফোন করে জানিয়ে দেন।

আরও পড়ুন>>>কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

সেই সুত্রে জামতলা বাজারে লোকজন জানতে পেরে কিছু জনতা ছাগল চোর বাজারে আসা মাত্রই ধরে ফেলে এবং উত্তমমাধ্যম দিলে চোরদ্বয় শিকার করে আজকের চুরি তাদের ৬১তম ছাগলচুরি।

এসময় তারা আর কখনও চুরি করবে না বলে জানায়। কিন্তুু কে শোনে কার কথা? উপস্থিত জামতলার টেংরা ও সামটার মেম্বার মোজাম গাজী ও জিয়া মেম্বার চোরদ্বয়কে পুলিশের হাতে সপোর্দ করেন।

আরও পড়ুন>>>কাউখালীতে বেদে সম্প্রদায়ের প্রতারণার নতুন নতুন ফাঁদে অতিষ্ঠ মানুষ

এই সূত্রে, বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ, এএসআই আনারুল আজিম সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে বলেন, আটকৃত আসামীদেরকে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরণ করা হয়েছে। এবং চুরি হওয়া ছাগলের মালিক মোঃ গোলাম হোসেন ( রামপুর) এর কাছে ছাগল ফেরত দেওয়া হয়েছে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram