১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে মাধ্যমিকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
সেপ্টেম্বর ২৩, ২০২৪
31
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেস্ক রিপোর্টঃ সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে যশোরে সড়ক অবরোধ করেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে শহরে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি দেন।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনিন্দ্য বসু জানান, বিগত সরকারের আমলে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামের অধীনে ছিলাম। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন পর্যন্ত এক মাস ক্লাস বন্ধ ছিল। আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। নতুন সরকার আসার পর বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাস দেয়া হয়েছে। সিলেবাস অনুযায়ী ১৪টি বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু দুই মাসে পূর্ণ নম্বরের সিলেবাস সম্পন্ন করা আমাদের জন্য খুবই কষ্টকর। এজন্য আমরা দুটি দাবি করছি। এক সিলেবাস সংক্ষিপ্ত করতে হবে। দুই. চারটি বিষয়ের পরীক্ষা বাতিল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

আরেক শিক্ষার্থী মুনতাসির নাঈম বলেন, পূর্বের সরকারের নতুন কারিকুলাম অনুযায়ী, মশারি টানানি, খেচুড়ি রান্না শিখেছি। বড় পড়ানো হয়নি। এখন নতুন সরকার আবার নতুন নিয়মে পরীক্ষার সিলেবাস দিয়েছে। দুই মাসে কিভাবে আমরা সিলেবাস সম্পন্ন করবো? তাই সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে আন্দোলন করছি। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টার দৃষ্টিআকর্ষণ করছি।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram