যশোরের শার্শায় পরিবহন ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ১৩, ২০২১
140
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল সংলগ্ন জিবলে তলা পাঁচপুকুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা এ,কে ট্রাভেলস ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা লোকাল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেনি তবে বেশ কিছুসংখ্যক যাত্রী আহত হয়েছে।
আজ শনিবার (১৩ ফেব্রুয়ারী) আনুমানিক ভোর ৫টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস ( ঢাকা মেট্রো ব 14 -5486 ) ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রী বাহি লোকাল বাস ( ঢাকা মেট্রো জ 14 -0145 ) ভোর ৫টা ৪৫ মিনিটে বাগআঁচড়া সাতমাইল সংলগ্ন জিবলে তলা পাঁচপুকুর নামক স্থানে পৌছালে ঘন কুয়াশায় একে অপারের দেখতে না পারার কারনে মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয় এতে পরিবহন ও লোকাল বাসে থাকা অনেক যাত্রী আহত হয়। তবে নিহতের ঘটনা ঘটেনি।
এবিষয়ে নাভারন হাইওয়ে পুলিশ ফাড়ীর পরিদর্শক টিটু কুমার নাথ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা লোকাল বাহী যাত্রী বাস ঘনকুয়াশা পড়ার কারনে একে অপরের দেখতে না পাওয়ায় সাইট ক্রসিং করার কারনে এই সংঘর্ষের সৃষ্টি হয়।
তবে ঘটনাস্থল থেকে এলাকার জনসাধারণ প্রশাসন ও ফায়ার সার্ভিসের একান্ত প্রচেষ্টাই আহত ব্যাক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
গরম খবর