২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ ভ্যান চালক নিহত

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
আগস্ট ১৬, ২০২৪
18
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
সংগৃহিত
| ছবি : সংগৃহিত

ডেস্ক রিপোর্ট: যশোরে সড়ক দূর্ঘটনায় আব্দুল মান্নান(৬৫) নামে এক ভ্যান ছালন নিহত হয়েছেন। শুক্রবার সকাল অনুমানিক সাড়ে আটটার দিকে সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়া মসজিদের পাশে দূর্ঘটনার শিকার হন তিনি। আব্দুল মান্নান পেশায় একজন ভ্যান চালক ও চাঁচড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

নিহতের স্বজন আবুল হাসান জানান, তিনি সকালে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রতিমধ্যে বাড়ি থেকে কয়েক গজ দূরে মসজিদের সামনে পাকা রাস্তায় পৌঁছালে পিছন দিক থেকে অজ্ঞাতনামা মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এসময় তিনি পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

যশোর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক শাকিরুল আলম পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram