যশোরে কালেক্টরেট চত্তরে স্কুলছাত্রকে ছুরিকাঘাত
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ১, ২০২২
82
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
প্রতিকি ছবি | ছবি : যশোরে স্কুলছাত্রকে ছুরিকাঘাত
স্টাফ রিপোর্টারঃ যশোরে তহিদুল ইসলাম তোহা (১৭) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার (১ফেব্রুয়ারি) সকাল পোনে ১০টার দিকে শহরের কালেক্টরেট চত্বরে এই ঘটনা ঘটে। তাকে যশোর জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন>>>যশোরে করোনা ও উপসর্গে মৃত্যু ৬
আহত তোহা যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।তোহা জানায়, সে সকালে যশোর কালেক্টরেট চত্বর দিয়ে যাচ্ছিলো। এসময় দুইজন তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসেন।
যশোরে স্কুলছাত্রকে ছুরিকাঘাত
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, তোহার বাম পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। তবে সে এখন শঙ্কামুক্ত।
গরম খবর