যশোরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা

প্রতীকি ছবি

 স্টাফ রিপোর্টার,যশোর:  যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্বামি জাহিদ হাসান।
সোমবার (০৭ ডিসেম্বর)  যশোর সদর উপজেলার শাহাবাজপুর গ্রামের সালাম সরদারের ছেলে জাহিদ হাসান     তার স্ত্রী যশোর সদরের মানিকদিহি গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে মিনা খাতুনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

বিষয়টি আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী উল্লেখ করেছেন, নয় বছর আগে মিনার সাথে তার বিয়ে হয়। এরমাঝে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিণ্য হওয়ায় তাদের তালাক হয়ে যায়। কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা পুনরায় বিয়ে করেন।

বিয়ের পর আসামি বাদীর কাছে শাহাবাজপুরে ১০ কাটা জমি অথবা চারলাখ টাকা যৌতুক দাবি করে। রাজি না হলে চলতি বছরের ১৩ অক্টোবর মিনা বাড়ি থেকে চলে যায়।

এরপর গত ৪ ডিসেম্বর মিনা বাদীর বাড়িতে আসে। এসময় মিনাকে আর ফেরত না যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু মিনা জমি অথবা চার লাখ টাকা নাদিলে সংসার করবেনা বলে জানিয়ে দেয়।

পরে পারিবারিক ও স্থানীয় ভাবে বিষয়টি মীমাংশায় ব্যর্থ হয়ে জাহিদ আদালতে মামলা করেন।

আরও পড়ুন:
মণিরামপুর ক্লিনিকে মানসম্মত সাস্থসেবা না থাকায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
যশোরে জানালা ভেঙে আট ৮ বন্দি পলাতক
পাইকগাছার কপিলমুনিতে আসছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here