১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে স্ত্রীর লাঠির আঘাতে কৃষকের মৃত্যু

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ১৮, ২০২১
149
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 
ঝিকরগাছা প্রতিনিধি যশোরঃ  যশোরের ঝিকরগাছা উপজেলায় স্ত্রীর লাঠির আঘাতে কৃষক মুস্তাকিন হোসেন সুমনের ( ২৮) মৃত্যু হয়েছে।
বুধবার(১৭ মার্চ) বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুমন ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের দাউদ হোসেনের ছেলে।
পুলিশ ঘাতক স্ত্রী, দুই কন্যা সন্তানের জননী মিনা খাতুনকে (২৬) আটক করেছে। সে  একই এলাকার ঘোড়াদহ গ্রামের নিহান শেখের মেয়ে।
যশোরে স্ত্রীর লাঠির আঘাতে মৃত্যু
নিহতের ভাতিজা ফিরোজ হোসেন জানান,  ১৪ মার্চ দুপুরে মিনা খাতুনের ভাই বোন ও মা তাদের বাড়িতে বেড়াতে আসেন। ওইদিন বিকেলে  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিনা তার স্বামীর মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে আহত  যায়।  এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বেসরকারি হাসপাতালে পরে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করে দেয়।  চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ১৬ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ্যাপালো হাসপাতালে ভর্তি করলে  বুধবার বিকেলে তার মৃত্যু হয়।
বুধবার গভীর রাতে তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। ঝিকরগাছা থানার এস আই হেলালুজ্জামান লাশের সুরাতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, বুধবার সকালে সুমনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ঘাতক মিনা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় মহিলারা তাকে ধরে ঘরের মধ্যে আটকে রেখে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
সুমনের প্রতিবেশিরা জানান, সুমন ও তার মা নাসিমাকে ইতোপূর্বে একাধিকবার মিনা মারপিট করেছে। সুমন ও মিনার বড় মেয়ে লামিশা (৮) মায়ের ফাঁসি দাবি করেছে।
ঝিকরগাছা থানার এসআই হেলালুজ্জামান জানান, লাশের সুরাতহাল রিপোর্ট করা হয়েছে।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যুর কথা স্বীকার করেছেন। স্ত্রী মিনাকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram