যশোরে হত্যা মামলার আসামিকে হত্যা মরাদেহ উদ্ধার
![যশোরে হত্যা মামলার আসামিকে হত্যা](https://www.shadhinkantho.com/wp-content/uploads/2021/03/Jess-Murder-Pic-1-1-e1615377401597.png)
সদর প্রতিনিধি যশোরঃ আজ বুধবার (১০ মার্চ ) শহরতলীর খোলাডাঙ্গা মুন্সিপাড়ার একটি ধান ক্ষেত থেকে বাচ্চু গাজী (৩৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে যশোর কোতয়ালী থানার পুলিশ।
স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরাদেহটি উদ্ধার করে। বাচ্চু গাজী একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
![](https://www.dainikshadhinkantho.com/wp-content/uploads/2021/03/received_347094876587012.jpeg)
নিহত বাচ্চু গাজী যশোর সদর উপজেলার ১২ নং ফতেপুর ইউনিয়নের বাউলিয়া গ্রামের রবিউল গাজীর ছেলে। নিহত বাচ্চু গাজী পেশায় লেদ মিস্ত্রি বলে জানা গেছে।
কোতোয়ালী থানার এসআই মনিরুজ্জামান জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে এলাকার আশরাফ আলীর ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এসময় রাস্তার পাশ থেকে রক্তমাখা ছুরি, স্যান্ডেল ও লুঙ্গি উদ্ধার করে পুলিশ।
এছাড়া মৃতের পকেট থেকে তার জাতীয় পরিচয়পত্র ও একটি হত্যা মামলায় আদালত থেকে জামিনের রিকল (জামিননামা) পাওয়া যায়।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম বাচ্চু গাজী। এছাড়া তার আত্মীয়রা তার মরদেহ সনাক্ত করেছেন।
স্হানীয় ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলামের কাছে নিহত বাচ্চু গাজীর বিষয় জানতে চাওয়া হলে তিনি জানান, এই নামে কাউকে আমি চিনি না।
থানার এস আই মনিরুজ্জামান জানান , মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।