যশোরে ২শ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়ী আটক
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
এপ্রিল ৫, ২০২১
141
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টারঃ যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি),পুলিশ ২শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে৷
আরও পড়ুন >>>নড়াইলের কালিয়ায় কৃষক লীগ সভাপতিকে গুলি
রোববার রাতে যশোর শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে ২শ পিচ ইয়াবা সহ ২জন মাদক ব্যাবসায়িকে আটক করা হয়৷
আটক আসামীরা হলো শহরের নীলগন্জ তাতী পাড়া এলাকার শেখ আব্দুল হালিমের ছেলে শেখ শহীদ(৪০) ও শহর তলীর মুড়লী জোড়া মন্দীর এলাকার শেখ আব্দুল খালেকের ছেলে শেখ আব্দুর রহমান।
জেলা ডিবি পুলিশে প্রেস বিঙ্গপ্তিতে জানানো হয় রোববার সন্ধা রাতে যশোর শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে ২শ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়িকে আটক করা হয়৷ এঘটনায় কোতয়ালী থানায় এজাহার দায়ের করা হয়েছে৷
গরম খবর