বেনাপোল সীমান্তে দেড় কোটি টাকার ২৪টি স্বর্ণবারসহ পাচারকারী আটক
এস এম মারুফ (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্টের সামনে লোকাল বাস থেকে দুই কেজি ওজনের ২৪টি স্বর্ণের বার সহ বাকি বিল্লাহ (২৬) নামে স্বর্ণ পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি সদস্যরা।
আটক বাকি বিল্লাহ বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের আঃ ওহাব এর ছেল।
মঙ্গলবার (১৫ই ডিসেম্বর) দুপুর সাড়ে ৩ টার সময় বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে একটি লোকাল বাস তল্লাশি করে দুই কেজি ওজনের ২৪টি স্বর্ণের বার সহ একজন পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ১,৩৯,৮০,০০০/- (এক কোটি উনচল্লিশ ল আশি হাজার) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে একটি লোকাল বাসে অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীর দেহ তল্লাশি করে ২৪টি স্বর্ণের বার সহ পাচারকারীকে আটক করা হয়েছে।
আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্ত শেষে আসামীকে থানায় সোপর্দ করা হবে এবং আটকৃত মালামাল যথাযথ নিয়ম অনুস্বরণ পূর্বক ট্রেজারীতে জমা করা হবে।
আরও পড়ুন>>>
গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো উৎপাদনে আধূনিক কলা কৌশলের উপর দিনব্যাপী কর্মশালা
কলারোয়ায় রাস্তাধারে পাওয়া ৭বছরের সেই শিশুটি অবশেষে জাস্টিস কেয়ার হেফাজতে
কাউখালীতে ক্রিকেট টুর্নামেন্টে রেনেসাঁ চ্যাম্পিয়ন
জরাজীর্ণ চেহারা পাল্টিয়ে অভিজাতে রূপ নিচ্ছে জিন্দাবাজার
দেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে ভাস্কর্য নিয়ে আলোচনায় সমাধান,আন্দোলন না করার আশ্বাস
Very interesting information!Perfect just what I was looking for!Expand blog