৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরের অভয়নগরে ৩০ টাকার জন্য ভ্যানচালক খুন

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
এপ্রিল ৪, ২০২১
135
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 
অভয়নগর প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে  মাত্র ৩০ টাকার জন্য শুকুর আলী (৩৫) নামে এক ভ্যানচালককে গ্যারেজ মিস্ত্রি রাজু ওরফে টুট্টু লোহার রেঞ্চ দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে হয়েছে বলে অভিযোগ।
শনিবার রাতে উপজেলার ধোপাদী গ্রামের টুট্টু ফকিরের গ্যারেজে এই ঘটনাটি ঘটে।
নিহত শুকুর আলী ধোপাদি গ্রামের দপ্তরীপাড়ার সোনা মিয়ার ছেলে।
নিহতের ভাই মকবুল হোসেন জানান, শনিবার রাতে শুকুর আলী গ্যারেজের সামনে গেলে রাজু তার কাছে পাওনা ৩০ টাকা চান। শুকুর টাকা পরে দেবে বলে জানান। কিন্তু টুট্টু কোনো কথা না শুনে গ্যারেজে থাকা রেঞ্চ দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ভ্যানচালক শুকুর।
আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলের পাশে টুট্টুর বাড়িতে গিয়ে দেখে তাদের বসতঘরে তালাবদ্ধ।
অভয়নগর থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীকে গ্রেফতার করতে পারবো।
এ ব্যাপারে অভয়নগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram