১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোর এম এম কলেজে অধ্যক্ষের দায়িত্ব নিলেন ড. হাসান সরোওয়ার্দী

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ২৪, ২০২১
146
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

যশোর প্রতিনিধি: যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে (এম এম) ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. এম হাসান সরোওয়ার্দী।

রবিবার (২৪ জানুয়ারি) বিকালে তিনি দায়িত্ব নেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা উপাধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কওসার অবসরে যাওয়ায় তাঁকে দায়িত্ব দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ইসলাম শিক্ষা বিভাগের প্রধান প্রফেসর দেলোয়ার হোসেন মোল্লা, ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর আব্বাস আলী, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান প্রফেসর আব্দুল কাদের, ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক আর এম জাকারিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মুকুল হায়দার, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ প্রভাষক নাহিদ নেওয়াজসহ সকল শিক্ষক-কর্মচারিবৃন্দ।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেয়ায় প্রফেসর ড. এম হাসান সরোওয়ার্দীকে শুভচ্ছো জানান বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কওসার। তারপর শুভেচ্ছা জানান শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ কর্মচারিবৃন্দ।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram