১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে আয়ার কারনে "মা" ডাক শোনা হলো না গৃহবধু আন্নার?

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ২৭, ২০২১
138
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোর জেনারেল হাসপাতালে আয়ার কারনে
যশোর জেনারেল হাসপাতালে আয়ার কারনে "মা" ডাক শোনা হলো না গৃহবধু আন্নার? | ছবি : যশোর জেনারেল হাসপাতালে আয়ার কারনে

                       দায়িত্ব নেবে কে?

যশোর সদর প্রতিনিধিঃ
যশোর জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ডের আয়ার কারনে "মা" ডাক শোনা হলো না গৃহবধু আন্নার(২৫)। তিনি বেনাপোলের গাজীপুরের ইয়াকুবের স্ত্রী। শুক্রবার রাত আড়াইটায় প্রসবের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার( ২৭ ফেব্রয়ারী) ওয়ার্ড ডাক্তার তানজিলা আখতার একবার দেখে যান আন্নাকে। যাওয়ার আগে ওয়ার্ড নার্সদের জরায়ুর মুখ খোলার ওষুধ দিতে বলে যান ডাক্তার। ডাক্তারের কথা মত আন্নাকে ওষুধ দেয়া হয়।এর পর আর ডাক্তার আসেননি।

আরও পড়ুন>>>খুব দ্রুত স্কুল কলেজ খুলতে চাচ্ছি : প্রধানমন্ত্রী

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্নার গর্ভে থাকা ছেলের দুপা বেরিয়ে আসলে ওই ওয়ার্ডের আয়া মোমেনা, আন্নাকে ওটিতে নিয়ে শিশুর বেরিয়ে পড়া পা ধরে টানা টানি করার এক পর্যায়ে বাচ্চাটির মাথা পেটের মধ্যে থেকে যায়। ছিড়ে বেরিয়ে আসে বাচ্চার গলার নিচ থেকে বাকি অংশ।

আন্নাকে ওটিতে ফেলেই পালিয়ে যায় আয়া মোমেনা।এরপর অন্য নার্সরা দ্রুত ওটি থেকে আন্নাকে বের করে এনে কাউকে কিছু না বলতে নানা রকম ভয়ভীতি দেখায়। আয়ার কান্ডে বাকশক্তি হারিয়ে ফেলেছেন আন্না ও তার পরিবারেরর সদস্যরা।

আরও পড়ুন>>>যশোরে ব্যাংকারের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

শনিবার রাত ১১টায় এরিপোর্ট লেখা পর্যন্ত আন্নাকে আর কোন ডাক্তার দেখেননি।
এব্যাপারে আরএমও ডাক্তার আরিফ আহমেদ এঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আয়ার বাড়াবাড়িতে এই দূর্ঘটনা ঘটেছে।তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram