শহীদ বুদ্ধিজীবী দিবসে যশোর জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ

আবদুল্লাহ আল মামুন, যশোর : ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর আলবদর-আলশামস্ দেশকে মেধাশূন্য করতে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও বরেণ্য ব্যক্তিদের নির্মমভাবে হত্যা করে। সারা দেশের মত যথাযথ মর্যাদায় যশোরেও দিনটি পালন হচ্ছে।

 যশোর-জেলা-পুলিশের-বিনম্রশ্রদ্ধাআজ ১৪ ডিসেম্বর সোমবার সকালে জাতীর সূর্য সন্তানদের স্মরনে যশোর সদর থানাধীন রায়পাড়া শংকরপুর বধ্যভূমিতে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেছে জেলা পুলিশ যশোর।

এসময় উপস্থিত থেকে জেলা পুলিশ যশোরের পক্ষে শ্রদ্ধাজ্ঞাপন করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম মহোদয়।

উক্ত শ্রদ্ধানিবেদন অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান মহোদয়, জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার, (অপরাধ) যশোর, জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম, জেলা বিশেষ শাখা, যশোর, জনাব জামাল আল নাসের, অতিঃ পুলিশ সুপার, ‘খ’ সার্কেল, যশোর, জনাব মোহাম্মদ অপু সরোয়ার, অতিঃ পুলিশ সুপার, (সদর), যশোর সহ জেলা পুলিশ যশোরের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

আরওপড়ুন:
জাতির শ্রেষ্ঠ সন্তানরা পেলো বিজয় দিবসের উপহার
স্বাধীনতার ৫০ বছর পরও আজও বহাল তবিয়তে স্বাধীনতা বিরোধী রাজাকাররা
যশোরের শার্শায় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here