মুজিববর্ষ উপলক্ষে যশোর বিআরটিএতে বিশেষ সেবা সপ্তাহ চালু
মোয়াজ্জেম হোসেন যশোর : যশোর বিআরটিএ অফিসে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ চালু হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
আরও পড়ুন>>>আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি – ফখরুল
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েদুজ্জামান প্রধান অতিথি হিসেবে সেবা সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ সহকারি পরিচালক কাজী মুরছালিন, মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক বাহাউদ্দিন, ট্রাফিক পুলিশ কর্মকর্তা মাহাবুব কবীর, আন্তঃজেলা বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া প্রমুখ।
আরও পড়ুন>>>বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর কর্মকর্তাদের পকেট ভার
সেবা সপ্তাহে থাকছে বিআরটিএ সার্ভিস পোর্টালে বা মোবাইল অ্যাপে বিআরটিএ অ্যাকাউন্ট সহায়তা, অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, মটরসাইকেল রেজিস্ট্রেশন সেবা প্রদান।