যশোর বেনাপোলে পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
অক্টোবর ১৬, ২০২০
139
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
এস এম মারুফ, (যশোর) বেনাপোল
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ জিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক আসামী- জিয়া সরদার (৩৪) সে পুটখালী গ্রামের মৃত রুস্তম সরদার এর ছেলে।
থানা পুুলিশ জানায়, আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- জিয়া সরদার নামে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে পুটখালী বালুর মাঠ হয়ে বেনাপোলের দিকে রওনা হয়েছে। এমন সংবাদে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান এর নেতৃত্বে এসআই সৈয়দ মাসনুন আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উক্তস্থানে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতেনাতে আটক করেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান উপরোক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে পোর্ট থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। মামলা শেষে তাকে যশোর কোর্টে পাঠানো হবে।
গরম খবর