যশোরের মণিরামপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
আব্দুল্লাহ আল মামুন(যশোর)মনিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে তোহুরা বেগম (৪৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মণিরামপুর উপজেলার স্বরণপুর জামতলা মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
গৃহবধূ তোহুরা বেগম (৪৩) এলাকার ভ্যানচালক রফিকুল ইসলামের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।
ঘটনার খবর পেয়ে খেদাপাড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তোহুরার ঝুলন্ত লাশ নামায়।
গৃহবধূর পরিবারের লোকেরা জানান, তোহুরা তিনটি সমিতি থেকে দেড় লাখ টাকা ঋণ নেন। সেই টাকায় মেয়ে বিয়ে দেয়াসহ ঘর মেরামত করান। করোনার কারণে কয়মাস কিস্তি নেয়া বন্ধ ছিল। ত্রিশ হাজার টাকা কিস্তি বাকি আছে।
এবছর পিছু ছাড়ার সম্ভাবনা নেই বললেই চলে শৈত্য প্রবাহের
গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) স্বামীর সাথে খুলনায় ননদের বাড়ি যান তিনি। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে দুইজনে বাড়ি ফেরেন। এরপর ভ্যান নিয়ে বের হন স্বামী রফিকুল। কিছুক্ষণ পরে তোহুরার আত্মহত্যার খবর আসে।
পরিবারের কেও বলছে কিস্তির চিন্তায় আত্মহত্যা করেছেন তোহুরা। তবে স্বামী রফিকুল ইসলাম বলেন, আমি কিছু কিছু করে কিস্তি দিচ্ছি। ওরে কোন সমিতি চাপ দেছে কিনা বলতে পারব না। সংসারে কোন ঝামেলা নেই। কেন তোহুরা একাজ করলো বুঝলাম না বলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বামী রফিকুল।
খেদাপাড়া ক্যাম্পের এসআই গোলাম রসুল বলেন, ননদের বাড়ি থেকে ফেরার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়েছেন তোহুরা।
খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমি গিয়ে ঝুলন্ত লাশ নামায়। তোহুরার স্বজনদের থানায় অভিযোগ করতে পাঠিয়েছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন>>>
যশোরের বেনাপোলে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
খুলনার চুকনগরে সড়ক দূর্ঘটনায় দুই ছেলেকে হারানো অসহায় পিতাকে ভ্যান উপহার
পিরোজপুরের কাউখালী বেদে পল্লী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ