যশোর-মাগুরা রোডে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু
স্টাফ রিপোর্টার, যশোর: যশোর সদরের যশোর-মাগুরা সড়কে হুদার মোড় নামক স্থানে খুলনা হতে ঢাকাগামী দেশ ট্রাভেলস পরিবহনের সাথে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাস এর নিচে চাপা পড়ে মাসুদ রানা রিকন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে যশোর-মাগুরা সড়কের হুদার মোড় নামক স্থানে এ সড়ক দূর্ঘটনাঘটে।
দূর্ঘটনায় নিহত মাসুদ রানা রিকন (২৩) বরিশাল জেলার গৌরনদী থানার বাগমারা গ্রামের সামসুল হকরে ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাযায় সকাল সাড়ে দশটার দিকে দেশ ট্রাভেলস এর খুলনা হতে ছেড়েআসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির একটি এফ,জেড মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের নিচে ঢুকে যায় এবং চাকায় পিষ্টহয়ে ঘটনাস্থলেই মৃত্যুহয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
পরবর্তীতে মাসুদ রানা কে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ শাহ আলম উপস্থিত থেকে লাশের ময়না তদন্ত করে তার পরিবারের নিকট হস্তান্তর করেন।
নিহতের বোন জানান মাসুদ রানা তার এফ,জেড মোটরসাইকেলটি সার্ভিসিং এর জন্য যশোরে আসছিলেন ।
পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করবেন না বলেও জানান নিহতের খালাতো ভাই মোহাম্মদ জাহিদ হোসেন।
আরওপড়ুন:
উজিরপুরে কুপিয়ে হত্যার ঘটনায় ২ আসামীর আমৃত্যু-যাবজ্জীবন কারাদন্ড
যশোর কেশবপুরে ঘের নিয়ে উত্তেজনা যে কোন মুহুর্ত্বে সংঘর্ষের আশঙ্কা
শার্শায় গৃহবধু অপহরণের এক মাসেও সন্ধান মেলেনি,পরিবারের আশঙ্কা গুম করা হয়েছে