১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোর-মাগুরা সড়কে দুর্ঘটনায় চালক নিহত আহত ৬ যাত্রী

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ১২, ২০২১
159
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

বাঘারপাড়া প্রতিনিধি, যশোরঃ যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় বাস দুর্ঘটনায় বাসের চালক নিহত হয়েছে। আরো ৬জন আহত হয়েছে৷ তাদের ভিতর তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে  গাছের সাথে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাস চালক সোহাগ গোপালগঞ্জের কোটালিপাড়ার বাবুল মিয়ার ছেলে।

আহতরা হলেন খুলনার দিঘলিয়া উপজেলার লাখফোটিয়া গ্রামের আলম শেখের স্ত্রী জাহানারা বেগম, চন্দ্রনিমোহর গ্রামের আলতাফ হোসেনের ছেলে রিপন, তেরখাদা উপজেলার মন্ডলগাতি গ্রামের শামীম আহমেদের ছেলে মীর মোহাম্মাদ, যশোর সদর উপজেলার জোদরহিমপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে ফরহাদ হোসেন কাজল ও চৌগাছা উপজেলার রায়নগর গ্রামের মন্টু মিয়ার স্ত্রী নূরজাহান বেগম।

 

দুর্ঘটনায় আহত রিপন জানান, ঢাকার গাবতলী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাসে তারা গন্তব্যে যাচ্ছিলেন। বাসটি পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামকস্থানে পৌছুলে চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটি গাছের সাথে ধাক্কা দেয়।

তিনি আরো জানিয়েছেন, চালক ঘুম ঘুম চোখে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যে কারণে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সার্জারি ওয়ার্ডের চিকিৎসক আশরাফুল আলম জানান, ভোরে ৭জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। এর মধ্যে বাসের চালক সোহাগ চিকিৎসাধীন অবস্থায় ৭টা ৪০মিনিটে মারা যান।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। প্রয়োজনে তাদের রেফার করা হবে বলে জানিয়েছেন তিনি।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram