যশোর-মাগুরা সড়কে লোকাল বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত আহত-৪

বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে
যশোর-মাগুরা সড়কে লোকাল বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত আহত-৪

  শরিফুল ইসলাম(যশোর) বাঘারপাড়া: যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারের আগে পুলিশ ফাঁড়ি নামক স্থানে যশোর-মাগুরা রোডের লোকাল বাস ও পিকআপের  মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে খাজুরা বাজারের আগে পুলিশ ফাঁড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা জানান, তারা সাতক্ষীরা থেকে পিকআপে করে মাছ নিয়ে মাগুরার শ্রীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের খাজুরা বাজারের আগে পুলিশ ফাঁড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখি মাগুরা থেকে ছেড়ে আসা একটি লোকাল বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক। এছাড়া চার জন আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনাম উদ্দিন জানান, সকালে দুর্ঘটনায় আহত ৫ জনকে আনা হয়। তার মধ্যে অজ্ঞাত একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহতদের মধ্যে দু’জনকে ভর্তি করা হয়েছে এবং অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here