যশোর র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
যশোর প্রতিনিধি: যশোর র্যাবের অভিযানে রবিউল ইসলাম নামে এক সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে ৷ বৃৃৃৃহস্পতিবার রাতে সদর উপজেলার ফতেপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়৷
আরও পড়ুন>>>নড়াইল পৌর নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীকে জাতীয়পার্টির সমর্থন
আজ শুক্রবার (২২ জানুয়ারী ) এক প্রেস বিঙ্গপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন,র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন৷
গ্রেফতার আসামী রবিউল ইসলাম যশোরের মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আরশাদ আলীর ছেলে ৷
আরও পড়ুন>>>যশোর শিক্ষাবোর্ডে ছয় দিনব্যাপী শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
র্যাব সুত্রে জানা যায়,র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের সন্ন্যাসী বটতলা তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে এস সি- ৫১৮/১১ মামলার সাজা ওয়ারেন্টভুক্ত আসামী রবিউল ইসলামকে বৃৃৃৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়৷
গ্রেফতার আসামীকে মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে৷
আরও পড়ুন>>>নড়াইলে শিক্ষা প্রতিষ্ঠানের এক’শ মিটারের মধ্যে ধুমপান বন্ধের উদ্যোগ