১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোর শহর জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
সেপ্টেম্বর ২৫, ২০২৪
33
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার পৌর উত্তর থানা উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১৮ জন পিছিয়ে পড়া মানুষের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ছাগল বিতরণ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল। আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের আপামর জনতার পাশে সবসময় থাকার চেষ্টা করে তারই অংশ হিসেবে ১৮ জন পিছিয়ে পড়া মানুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। যাতে করে এর মাধ্যমে ভবিষ্যৎতে তারা সাবলম্বী হতে পারেন।

এ সময় তিনি আরোও বলেন, সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে রাষ্ট্রের দাঁড়ানোর দায়িত্ব ছিলো। অতীতের কোনো সরকারই সে দায়িত্ব পালন করিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড আরোও বৃহৎ পরিসরে করবে।

অনুষ্ঠানে পৌর উত্তর থানার আমীর নূর-ই-আলী নূর মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক শামছুজ্জামান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা, থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহমান, কর্মপরিষদ সদস্য বদরুজ্জামান, আনোয়ারুল ইসলাম, অধ্যাপক আব্দুল মজিদ প্রমুখ।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram