২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোর শিক্ষাবোর্ডে শেখ রাসেল ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ১৮, ২০২০
88
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোর-শিক্ষাবোর্ডে-ব্যাডমিন্টন-উদ্বোধন
| ছবি : যশোর-শিক্ষাবোর্ডে-ব্যাডমিন্টন-উদ্বোধন

স্টাফ রিপোর্টার, যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মুজিববর্ষ স্মরণে শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন বলেছেন, শিক্ষাবোর্ড এখন শিক্ষকদের।

বোর্ডের সব সেবাই অনলাইনে। শিক্ষকরা ঘরে বসেই সব সেবা নিতে পারেন। বোর্ডে আসার কোন প্রয়োজন হয় না। বোর্ডের কর্মকর্তা-কর্মচারিরা শুধুমাত্র সমন্বয়কারী। শিক্ষকদের সাথে বোর্ডের সর্ম্পক বাড়াতে খেলাধূলাসহ বিভিন্ন সহশিক্ষার মাধ্যমে মিলনমেলা তৈরী করা দরকার। তাহলে শিক্ষক-কর্মকর্তাদের সর্ম্পক আরো উন্নয়ন হবে।

শিক্ষাবোর্ডের আয়োজনে  শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধা ছয়টার দিকে চেয়ারম্যানের বাসভবনে শিক্ষাবোর্ড কর্মকর্তা কল্যাণ পরিষদ সহযোগিতায় এ টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্কুল কলেজের শিক্ষকদের আগ্রহ থাকলে প্রতি বছর শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট চালু থাকবে। এ খেলার মাধ্যমে শেখ রাসেলের স্মৃতি ধরে রাখা সম্ভব হবে।

শিক্ষাবোর্ড কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক ড. আহমেদ শরীফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক তপন কুমার পলিত, শিক্ষাবোর্ড মডেল স্কুল অন্ড কলেজের অধ্যক্ষ লে.ক. গোলাম মোস্তফা, বাগেরহাট বহুমূখি কলেজের অধ্যক্ষ ফারহানা আক্তার, বুটিয়াঘাটি কলেজের অধ্যক্ষ অনিমেষ দাস, এবিসিডি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, জিলা স্কুলের প্রধান শিক্ষক একে এম গোলাম আযম, শিক্ষাবোর্ড কর্মকর্তা কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মুজিবুল হক, ক্রীড়া অফিসার আশফাকুর দ্দৌল্লা টিটো, সহকারি বিদ্যালয় পরিদর্শক রেজাউল ইসলাম, সরকারি এম এল এ স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ ও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ।

উদ্বোধনী শিক্ষাবোর্ড কর্মকর্তা ও শিক্ষকদের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন>>>
কলারোয়ায় শেখ হাসিনার গাড়ী বহরে হামলার ঘটনা স্থান দেখতে আসলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর

কেশবপুরে হঠাৎ বেপরোয়া কথিত কিশোর গ্যাং বাহিনী

যশোরের “ফ্রি খাবার বাড়িতে”অসহায়দের মাঝে রান্না করা খাবার ও কম্বল বিতরণ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram