শিক্ষামন্ত্রীর সুস্থতা কামনা করে দোয়া করলো যশোর শিক্ষাবোর্ড
স্টাফ রিপোর্টার, যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১২ টায় শিক্ষাবোর্ডের হলরুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শিক্ষাবোর্ড কর্মচারি ইউনিয়ন (২১২১) এর সহযোগিতা শিক্ষাবোর্ডের পক্ষ থেকে দোয়া মাহফিল করা হয়।
আরও পড়ুন>> শুটিংয়ের সময় হঠাৎ অসুস্থ বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী
শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সচিব প্রফেসর এইচ আর রেজা, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, কলেজ পরিদর্শন কেএম রব্বানী, বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহীন আহমেদ, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুল হক, কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাকসুদ আল হাবিব বাপ্পু ও সদস্য রাকিব হাসান।
অনুষ্ঠান সঞ্চলনা করেন শিক্ষাবোর্ড কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন।
এরপর যশোর শিক্ষাবোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সেলিমের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন>>
সাতক্ষীরা কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় পিতা নিহত, পুত্র আহত
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু
সিনহা হত্যা মামলায় সাবেক কনস্টেবল সাগরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা