১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোর সরকারি মহিলা কলেজে শহীদ মিনার উদ্বোধন

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ২১, ২০২১
164
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

যশোর সদর প্রতিনিধিঃ যশোর সরকারি মহিলা কলেজে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নির্মিত নতুন শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।

রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে প্রধান অতিথি হিসেবে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এই শহীদ মিনারের উদ্বোধন করেন। এছাড়া, তিনি কলেজ আয়োজিত শহীদ দিবসের আলোচনায় বক্তৃতা করেন।

যশোর সরকারি মহিলা কলেজে
যশোর সরকারি মহিলা কলেজে শহীদ মিনার উদ্বোধন ও আলোচনা করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

আরও পড়ুন >>>বানারীপাড়ায় আ`লীগ নেতার দখলীয় সেই খাল উদ্ধারে এসিল্যান্ডের উদ্যোগ

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাে: আহসান হাবীবের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক হুমায়ুন কবীর ও প্রফেসর মর্জিনা আক্তার।

কাজী নাবিল আহমেদ এমপি কলেজের উন্নয়ন ও অগ্রগতিতে অধ্যক্ষ ও শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন এবং কলেজের উন্নয়নে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন >>>যশোরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সােনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও এসডিজি বাস্তবায়নে সকলের সহযােগিতা কামনা করেন। একইসাথে মুজিববর্ষ সফল করতে সকলের সহযােগিতা কামনা করেন।

আরও পড়ুন >>>নড়াইলে কুড়িরডোব মাঠে জ্বলবে লাখো মোমবাতি

নারীর ক্ষমতায়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরে বিদ্যমান সুযােগ-সুবিধা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram