শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা প্রতিনিধিঃ
খুলনা পাইকগাছা উপজেলার কপিলমুনিতে আবারও যাত্রীবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছে। দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ বুধবার(১৭ ফেব্রুয়ারি) দুপর ১ টার দিকে পাইকগাছা উপজেলার সীমান্তবর্তী ঘোষনগর এলাকায় খুলনা-পাইকগাছা সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর ১টার দিকে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী মিনিবাস বরিশাল জ-১১০০০৬ উপজেলার সীমান্তবর্তী ঘোষনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ জন যাত্রী আহত হয়।
তারমধ্যে ২ জন যাত্রীকে আশংকাজনক অবস্থায় তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।