১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যুক্তরাষ্ট্র রাজি ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
এপ্রিল ২, ২০২১
147
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যুক্তরাষ্ট্র রাজি ইরানের সাথে ..
যুক্তরাষ্ট্র রাজি ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে | ছবি : যুক্তরাষ্ট্র রাজি ইরানের সাথে ..

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী সপ্তাহে ভিয়েনায় ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে সম্মতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তেহরানকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছে দেশটি। খবর এএফপির।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘তাৎক্ষনিকভাবে কোনো বড় ধরনের অগ্রগতি হবে তা আমরা প্রত্যাশা করছি না কারণ আলোচনা কঠিন হবে। কিন্তু আমরা বিশ্বাস করি একটি একটি স্বাস্থ্যকর অগ্রগতি।

আরও পড়ুন>>>যশোরে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা ডিবি পুলিশের হাতে আটক

তিনি আরও বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনই সরাসরি আলাপ হবে তা আমরা আশা করছি না। তবে যুক্তরাষ্ট্র আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে।

শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তির বিষয়ে সকল পক্ষ নিয়ে ভিয়েনায় বৈঠকে বসার ঘোষনা দেয়।

আরও পড়ুন>>>চট্টগ্রামের সীতাকুন্ডে ৪ হাজার ৭৯৫ পিস হলুদ ইয়াবাসহ ২জন আটক

ইরান ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবরোধ তুলে নেয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো বৈঠকে বসতে রাজি নয় বলে জানিয়েছে ইরান।

তবে ইইউ জানিয়েছে, তারা আলাদাভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে কথা বলবে।

ভিয়েনার বৈঠকে যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার প্রতিনিধিরাও আলোচনায় বসবেন। ২০১৫ সালে বারাক ওবামার উদ্যোগে ইরানের সঙ্গে যে পরমাণু চুক্তি হয় তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দেশগুলোও অন্তর্ভুক্ত ছিল।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram